শেষ হলো ৯ দিনের দীর্ঘ ছুটি,পরিবহনে বাড়ছে যাত্রীদের চাপ

শেষ হলো ৯ দিনের দীর্ঘ ছুটি,পরিবহনে বাড়ছে যাত্রীদের চাপ

রিপন কুমার দাস,পটুয়াখালী প্রতিনিধিঃ-শনিবার ১৭ আগস্ট শেষ হচ্ছে অনেকের টানা ৯ দিনের দীর্ঘ ছুটি।স্বজনদের সাথে ঈদ আনন্দ শেষে চলছে কর্মস্থলে ফেরার যুদ্ধ।কর্মস্থলে যোগদানের লক্ষ্যে পরিবহনে বাড়ছে যাত্রীদের চাপ নেই তিল ধারনের ঠাই। ১৮ আগস্ট রবিবার থেকে যথারিতি কর্মস্থলে যোগদানের লক্ষ্যে ঈদের ছুটিতে আশা মানুষের যাতায়তের জন্য ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে দেশের দক্ষিনাঞ্চল পটুয়াখালীর  নদী ও সড়ক পথের যান বহন গুলোতে।পটুয়াখালী বি আই ডাব্লিউ টি এ লঞ্চ ঘাটে ও পটুয়াখালী বাসটার্মিনালে রাজধানীমুখী যাত্রীদের ব্যপক সমাগম লক্ষ্যনীয়।অতিরিক্ত যাত্রী চাপের কারনে পটুয়াখালী থেকে রাজধানী ঢাকা রুটের লঞ্চগুলোতে ধারনের অধীক যাত্রী বোঝাই করে ছাড়তে দেখা গেছে।

এদিকে খোজ নিয়ে যানাযায় পদ্মায় প্রবল স্রোত ও ঢেউ থাকায় সড়ক পথে  যাতায়তের যাত্রীদের ভোগান্তি চরমে।বেশিরভাগ লঞ্চ ও স্পিডবোটের তুলনায় যাত্রীদের ফেরিতে পার হতে হচ্ছে।
 
ছটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি ও হয়রানি এড়াতে  বি আই ডাব্লিউ টি এ পটুয়াখালী লঞ্চঘাট ও বাস টার্মিনালে প্রশাসনের রয়েছে কড়া নজরদারি।